উ. কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা জোরদারের আহ্বান যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জোরদারে শুক্রবার আহ্বান জানিয়েছে। দেশটি তাদের এ যাবতকালের মধ্যে বৃহত্তম আন্ত:মহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর ‘বিপজ্জনক উস্কানিমূলক’ কর্মকা-ের জন্য পিয়ংইয়ংকে দায়ী করে এ আহ্বান জানানো হয়। খবর এএফপি’র।
উত্তর কোরিয়া বিষয়ে আয়োজিত বৈঠক চলাকালে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রীনফিল্ড বলেন, ‘নিরাপত্তা পরিষদের বিদ্যমান প্রস্তাব পুরোপুরি বাস্তবায়নে সকল সদস্য দেশের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।’
উত্তর কোরিয়ার সরকারি নাম ব্যবহার করে তিনি বলেন, ‘ডিপিআরকে’র ক্রমবর্ধমান ‘বিপজ্জনক উস্কানিমূলক’ কর্মকান্ডের কারণে যুক্তরাষ্ট্র এ নিষেধাজ্ঞার ব্যবস্থা হালনাগাদ ও শক্তিশালী করতে নিরাপত্তা পরিষদে প্রস্তাব উত্থাপন করতে যাচ্ছে।’ আর এ নিষেধাজ্ঞা ২০১৭ সালের ডিসেম্বরে গ্রহণ করা হয়।
থমাস গ্রীনফিল্ড বলেন, এ সময়ে ‘পরিষদ সিদ্ধান্ত নিয়েছে আমরা ডিপিআরকে আইসিবিএম উৎক্ষেপণের ঘটনায় জোরালো পদক্ষেপ গ্রহণ করবো।
‘এটা যথাযথভাবে ঘটানো হয়। সুতরাং এখন পদক্ষেপ গ্রহণের সময় এসেছে।’