উত্তর কোরিয়ার শীর্ষ তিন সামরিক কর্মকর্তাকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা রোববার এ তথ্য জানান। খবর রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক বিশ্লেষকরা সোমবার বলেন, উত্তর কোরিয়ার যুবক নেতা কিম জং উনের এ পদক্ষেপ তার দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বিশ্বের সাথে যোগাযোগ স্থাপনের প্রচেষ্টার সমর্থক।
আগামী ১২ জুন সিঙ্গাপুরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঐতিহাসিক সম্মেলনে বসতে যাচ্ছেন কিম জং উন। গত কয়েক দশকের মধ্যে দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে এটি প্রথম বৈঠক হবে।
নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ সংবাদ সংস্থার বরাত দিয়ে রোববার বলেন, উত্তর কোরিয়ার শীর্ষ তিন সামরিক কর্মকর্তাকে সরিয়ে তাদের স্থলে অন্য তিনজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
ঠিক কী কারণে ওই তিন সামরিক কর্মকর্তাকে কিম সরিয়ে দিয়েছেন, তা স্পষ্ট করে জানা যায়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক সংযুক্তি ও আভ্যন্তরীণ উন্নয়নের ক্রান্তিকালে সেনাবাহিনীর ওপর ক্ষমতাসীন দল ও নিজের প্রভাব বলিষ্ঠ করতেই এ পদক্ষেপ নিয়েছেন কিম।
আজকের বাজার/ এমএইচ