মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জাপান ও দক্ষিণ কোরিয়ার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করবেন। উত্তর কোরিয়া নতুন একটি অস্ত্র পরীক্ষার জোরালো হুমকি দেয়ার কয়েক সপ্তাহ পর তিনি তাদের সঙ্গে সাক্ষাত করতে যাচ্ছেন। বৃহস্পতিবার কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, আগামী ১২ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত সান ফ্রান্সিসকো এলাকা সফরকালে পম্পেও যুক্তরাষ্ট্রের মিত্র এ দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করবেন।
পররাষ্ট্র দপ্তর এ ব্যাপারে বিস্তারিত আর কিছু উল্লেখ করেনি। তবে তারা জানিয়েছে, পম্পেও স্ট্যাম্পফোর্ড ইউনিভার্সিটিসহ বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য দেবেন।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নববর্ষের ভাষণে তার সরকারের পক্ষ থেকে পারমাণবিক ও আন্ত:মহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা স্থগিত রাখার ঘোষণা দেন। তবে ভাষণে তিনি ‘কৌশলগত’ নতুন অস্ত্রের পরীক্ষা চালানোর হুমকি দেন।
উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরোপিত শাস্তিমূলক নিষেধাজ্ঞা শিথিল করা বিষয়ে পিয়ংইয়ংকে ছাড় দেয়ার যুক্তরাষ্ট্রের প্রস্তাব বাস্তবায়নে মাসের পর মাস ধরে দাবি জানানোর পর তিনি এমন ঘোষণা দেন।