সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সূচকের উত্থানে লেনদেন চলছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বেশিরভাগেরই দর বেড়েছে। আর লেনদেনের দুই ঘন্টা পর ডিএসইতে মোট লেনদেন ছাড়িয়েছে ২০৯ কোটি ৯৭ লাখ টাকা।
বাজার বিশ্লেষণে দেখা যায়, বেলা ১২ টায় মিনিটে ডিএসই’র প্রধান ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৯২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ ইনডেক্স ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২২৩ পয়েন্টে এবং ডিএস৩০ ইনডেক্স ১ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১ হাজার ৮৫৩ পয়েন্টে। আজ ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৫টির, কমেছে ১০৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮ টির দর।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসই অল শেয়ার প্রাইস ইনডেক্স ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ২১২ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়া ১৮৫ টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১০৭ টির, কমেছে ৬১ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির।
আজকের বাজার/মিথিলা