গতদিনের ধারাবাহিতায় আজ সপ্তাহের তৃতীয় দিনে দেশের উভয় পুঁজিবাজারেরই ঊধমূখী প্রবনতায় লেনদেন শেষ হয়েছে। সারাদিনই আজ সূচকের উত্থান দেখা গেছে বাজারে। তবে সূচকের সাথে সাথে লেনদেন অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর বেড়েছে। তবে কমে গেছে মোট লেনদেনের পরিমান।
দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ৫২২ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৪৯ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৩ টির, কমেছে ১০৬ টির আর অপরিবর্তিত রয়েছে ৬০ টির। এদিন ডিএসইতে মোট লেনদেন হয় ৪১২ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মোট লেনদেন ছাড়িয়েছে ২৩ কোটি ৭৩ লাখ ৭৬ হাজার টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৯৩৬পয়েন্টে। দিনের শেষে লেনদেন হওয়া ২৪৩ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বাড়ে ১১৭ টির, দর কমে ৮৭ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ৩৯ টির দর।
আজকের বাজার/মিথিলা