ঊর্ধমূখী প্রবনতায় সপ্তাহ শুরু

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সারাদিনই একটানা ঊর্ধমূখী প্রবনতায় লেনদেন চলে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। বেশিরভাগ প্রতিষ্ঠানেরও দর বেড়েছে।

বাজার বিশ্লেষণ করে দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক সর্বশেষ অবস্থান করে ৫ হাজার ৮৬০ পয়েন্টে, সূচক বেড়েছে ৬২ পয়েন্ট। আজ ডিএসইতে মোট লেনদেন হয় ৯৭৩ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। মোট লেনদেন হওয়া ৩৩৪ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বাড়ে ২২৮টির, কমে ৭৬টির আর অপরিবর্তিত থাকে ৪০ টির দর।

অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মোট লেনদেন ছাড়িয়েছে ৭৩ কোটি ৮৪ লাখ টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ১৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৯৪৫ পয়েন্টে। দিনের শেষে লেনদেন হওয়া ২৭৪ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুাল ফান্ডের মধ্যে দর বাড়ে ১৭৯ টির, কমে ৭০ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ২৫ টির দর।

 

 

আজকের বাজার/মিথিলা