ঊর্ধমূখী প্রবনতায় সপ্তাহ শুরু

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সূচকের ঊত্থানে লেনদেন শুরু হয়েছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। লেনদেনের ৪০ মিনিট পর লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগেরই দও বেড়ে লেনদেন হচ্ছে। ডিএসইতে এ পর্যন্ত লেনদেন হয়েছে ১০৬ কোটি টাকা ১০ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ১০ পয়েন্ট বেশি অবস্থান করে ৫ হাজার ১৮০ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩১৫ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৯ টির দর কমেছে ৮৬ টির আর অপরিবর্তিত রয়েছে ৬০ টির।

অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ছাড়িয়েছে ২ কোটি ৮১ লাখ টাকা।  সিএসইর সার্বিক মূল্যসূচক ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৮২২ পয়েন্টে। লেনদেন হওয়া ১১৫ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমে ৩৬ টির দর বাড়ে ৬০ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ১৯ টির দর।

 

আজকের বাজার/মিথিলা