সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার সূচকের ঊর্ধমূখী প্রবনতায় শেষ হয়েছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেন। তবে গত দিনের চেয়ে কমেছে মোট লেনদেনের পরিমান।
বাজার বিশ্লেষণ করে দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক সর্বশেষ অবস্থান করে ৫ হাজার ৭৪৮ পয়েন্টে, সূচক বেড়েছে ১৬ পয়েন্ট। আজ ডিএসইতে মোট লেনদেন হয় ৭১২ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। মোট লেনদেন হওয়া ৩৪৭ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুাল ফান্ডের মধ্যে দর বাড়ে ১৬৯ টির, কমে ১৩৬ টির আর অপরিবর্তিত থাকে ৪২ টির দর।
অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মোট লেনদেন ছাড়িয়েছে ২৭ কোটি ২১ লাখ টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৫৯৮ পয়েন্টে। দিনের শেষে লেনদেন হওয়া ২৫৮ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুাল ফান্ডের মধ্যে দর বাড়ে ১৫৮ টির, কমে ৯৮ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ৩২ টির দর।
আজকের বাজার/মিথিলা