ঊর্ধ্বগতিতে চলছে  লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার,১১ডিসেম্বর মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে।  আজ লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ১৩৬ কোটি ৫৮ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)  সূত্রে  এ তথ্য জানা গেছে।

এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৭টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭টির।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১২ দশমিক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২১৬ পয়েন্টে।

অপরদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এই সময়ে ৪ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ২৪৬ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির।

আজকের বাজার:এসএস/১১ডিসেম্বর ২০১৭