ঊর্ধ্বমুখি প্রবণতায় লেনদেন চলছে

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ঊর্ধ্বমুখি প্রবণতায় লেনদেন চলছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। আজ বেলা ১১টা ৪৮ মিনিট পর্যন্ত ডিএসইতে ৩১১ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে ৩১৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০১টির, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৪০ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৬৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯৭৭ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এই সময়ে লেনদেন হয়েছে ৭ কোটি ৪২ লাখ টাকার শেয়ার। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ১১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৭১৬ পয়েন্টে।

এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৬৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯২টির, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।

রাসেল/