ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বৃহস্পতিবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। আজ দুপুর ১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৪শ ৮৫ কোটি টাকার শেয়ার। আর সিএসইতে লেনদেন হয়েছে ২৫কোটি টাকার শেয়ার।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এ সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৯১টির, কমেছে ৮৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির।
ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক ৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৫৪ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৮০ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৯ পয়েন্টে।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক (সিএএসপিআই) ১৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ২২৫ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪১টির, কমেছে ৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির।
আজকের বাজার:এলকে/এলকে/২৭এপ্রিল,২০১৭