বেশ বিছুদিন পর ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন করেছে দেশের দুই পুঁজিবাজার। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববারে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ দুই বাজারেই লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ ডিএসইতে ৪৪১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত কার্যদিবসের তুলনায় ২৯ কোটি ৩৫ লাখ টাকা কম। গত কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে ৪৭০ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২৯৮টির, কমেছে ২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির শেয়ার দর।
এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৪৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৪৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৩৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৫০ পয়েন্টে।
অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সেঞ্জে (সিএসই) ৩০ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৭০৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২০৮টির, কমেছে ২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫টি কোম্পানির শেয়ার।
রাসেল/