ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু

মঙ্গলবার ২৬ডিসেম্বর, দেশের উভয় পুঁজিবাজারে উর্ধ্বমূখী প্রবণতায় লেনদেন চলছে। যা বেলা ১১ টায়ও অব্যাহত রয়েছে।  সেই সঙ্গে সব সূচক বেড়েছে। একইসঙ্গে বেড়েছে হাত বদল হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন রয়েছে ধীর গতিতে। ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ( সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬১৯৭ পয়েন্টে।

এক ঘণ্টায় ডিএসইতে ৭২ কোটি ৮৮ লাখ টাকার লেনদেন হয়েছে। এ সময় পর্যন্ত ডিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৬৯টির, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির দর।

এদিকে,  সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯১৪০ পয়েন্টে। একঘণ্টায় সিএসইতে ৭ কোটি ৩২ লাখ টাকার লেনদেন হয়েছে। এ সময় পর্যন্ত সিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির দর।

আজকের বাজার:এসএস/২৬ডিসেম্বর ২০১৭