ঊর্ধ্বমুখী সূচকে লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার ২জানুয়ারি  ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ঊর্ধ্বমুখী মূল্য সূচকে লেনদেন চলছে। লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ১২২ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৮৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৬৮টির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৬৭ পয়েন্টে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের এই সময়ে ৬ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৩৭৫ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নেয়া ১৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।

আজকের বাজার:এসএস/২জানুয়ারি ২০১৮