তিন কার্যদিবস পর ঊর্ধ্বমূখী সূচকে লেনদেন শেষ হয়েছে। মঙ্গলবার ২৬ ডিসেম্বর উভয় বাজারের সব সূচক বেড়েছে। বেড়েছে হাত বদল হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর এবং টাকার পরিমাণে লেনদেনও। ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ( সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ৬১৬৭ পয়েন্টে। এদিন ডিএসইতে ৩৭১ কোটি ৪১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১০ কোটি টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৩৫৯ কোটি টাকার। ডিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির দর।
এদিকে, সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৫ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১৯০৮৩ পয়েন্টে। লেনদেন হয়েছে২৩ কোটি ৬৫ লাখ টাকার । এদিন সিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির দর।
আজকের বাজার:এসএস/২৬ডিসেম্বর ২০১৭