ঊর্ধ্বমূখী সূচকে লেনদেন শেষ

সপ্তাহের তৃতীয় কার্যদিবস ১২ডিসেম্বর,মঙ্গলবার মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)প্রধান মূল্য সূচক বেড়েছে ৫৪পয়েন্ট। সেই সংগে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে(সিএসই) মূল্য ও সূচক দুটোই বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইতে ৪৪৩ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৪৭ কোটি ৩৪ লাখ টাকা কম লেনদেন হয়েছে। আগের দিন এ বাজারে ৪৯১ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।  মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫২টির, কমেছে ১৪১টির। আর অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ার দর। ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৫৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৫১ পয়েন্টে অবস্থান করছে।

মঙ্গলবার  চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৯ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৩৪৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির শেয়ার দর।

আজকের বাজার:এসএস/১২ডিসেম্বর ২০১৭