বলিউডের নতুন ছবি ‘হেট স্টোরি ৪’ কেমন চলবে এখনো কেউ জানে না! তারপর আসবে তার আর এক ছবি ভানুপ্রিয়া। কিন্তু ঊর্বশী রাউতেলা এখন থেকেই নিজেকে নাকি কেউকেটা ভাবছেন। সেটে ও সেটের বাইরে তার বায়নাক্কা প্রযোজকদের বিরক্তির কারণ হয়ে উঠেছে।
ভানুপ্রিয়া ছবির সঙ্গে যুক্ত একজন অভিযোগ করেছেন, সেটে ঊর্বশীর অকারণ ঝঞ্ঝাট নাকি প্রবাদে পৌঁছে গিয়েছে। খাবারের জন্য প্রতিদিন হাজার হাজার টাকা চাইছেন তিনি, শুটিং চলাকালীন লম্বা লম্বা ব্রেক নিচ্ছেন।
জানা গেছে, যে মুহূর্তে ঊর্বশী শুটিং য়ের জন্য বাড়ি থেকে রওনা দিয়ে গাড়িতে উঠছেন, সঙ্গে সঙ্গে তার সহকারীরা প্রযোজকদের ফোন করে জানিয়ে দিচ্ছেন, সেদিন কী কী খাবেন তারা। আর তা জুহুর জে ডব্লিউ ম্যারিয়ট হোটেল থেকেই আনাতে হচ্ছে।
শুধু যে নিজে খাচ্ছেন তাই নয়। সময়ে সময়ে বাবা মাকেও ফোন করে নিচ্ছেন ঊর্বশী। জানতে চাইছেন, সেদিন তাদের কী কী খাওয়ার ইচ্ছে। খাবার এলেই নিজে কিছুটা খেয়ে প্যাক করে পাঠিয়ে দিচ্ছেন বাড়িতে। প্রতিদিন এ জন্য প্রযোজক সংস্থার হাজার পাঁচেক টাকার বিল হচ্ছে।
এতেই শেষ নয়। ঊর্বশী নাকি প্রতিদিন শুটিং চলাকালীন ঘণ্টাদেড়েকের বিরতি নিচ্ছেন। তার কারণ আর কিছু নয়, ভ্যানিটি ভ্যানে বসে ভাবতে হচ্ছে তাকে, সেদিন আর কী কী খাবেন। ছবির কর্মী, প্রযোজক সকলে তার ব্যবহারে অত্যন্ত অসন্তুষ্ট। তাতে অবশ্য ঊর্বশীর কিছু আসে যায় না। তিনি শুধু মগ্ন রয়েছেন নিত্যনতুন মহার্ঘ খাবারদাবারের চিন্তায়।
আজকেরবাজার/এমটি