মাগুরার নতুন বাজার এলাকায় ঋণের টাকা শোধ করতে না পেরে শুক্রবার রাতে এক কলেজ শিক্ষক আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। মৃত এমএ সবুর মাগুরা সদরের জগদল সম্মিলনী কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
তার পরিবার জানায়, দেনার দায়ে জর্জরিত হয়ে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, এমএ সবুরের প্রচুর দেনা ছিল মানুষের কাছে। এটি আত্মহত্যার কারণ বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এ ব্যাপারে মাগুরা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান