ঋণ খেলাপি তৈরিতে কিছু ব্যাংকই দায়ী বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ২৬ আগষ্ট শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মূলধন বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তবে তিনি এ মন্তব্য করেন।
অর্থমন্ত্রী মনে করেন, কিছু ব্যাংকের তার গ্রাহককে ঋণ দেওয়ার দিন থেকে ঋণ খেলাপিতে পরিণত করার প্রবণতা আছে। তারা মনে করে- গ্রাহককে ঋন খেলাপি করা গেলে, তাদের উপর (প্রতিষ্ঠান) ব্যাংকের আধিপত্য বাড়বে বা ওই গ্রাহকরা ব্যাংকগুলোর অধীনে থাকবে।
অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবীর, অর্থ বিভাগের সিনিয়র সচিব হেদায়েত উল্লাহ আল মামুন, ব্যাংকিং বিভাগের সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমানসহ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আজকের বাজার:এলকে/এলকে/ ২৬ আগষ্ট ২০১৭