ঋণ খেলাপির জমি দখল করলেন কৃষকরা

ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ নিয়ে বিদেশে অর্থপাচারে জন্য অভিযুক্ত ব্যবসায়ী নীরব মোদির ২৫০ একর জমি দখল করে নিয়ে তাতে চাষবাস শুরু করেছেন কৃষকরা।

ভারতের মহারাষ্ট্র রাজ্যের আহমেদনগরে এমন ঘটনা ঘটেছে। ব্যাংক থেকে ঋণ নিয়ে সেই টাকা বিদেশে পাচার করার পাশাপাশি তার নামে কৃষকদের জমি দখল করার অভিযোগও উঠেছে।

কৃষকদের অভিযোগ, দুর্নীতিবাজ মোদি কারসাজি করে চাপের মুখে পানির দরে ওই জমি তাদের কাছ থেকে দখল করেছিলেন।আহমেদনগরে ওই ২৫০ একর জমি নিজেদের বলে দাবি করেছেন কৃষকরা।

এক কৃষক বলেন, ‘নিজের প্রভাব খাটিয়ে জোর করে ওই জমি দখল করে নিয়েছিলেন নীরব মোদি। এই জমির মালিক আমরাই। ব্যাংক নীরব মোদিকে কোটি কোটি টাকা দিয়েছে। কিন্তু আমরা জমির জন্য ১০ হাজার টাকার বেশি পাইনি। এর প্রতিবাদেই আমরা ভূমি আন্দোলন শুরু করেছি।’

আজকের বাজার/আরজেড