বৃহস্পতিবার চিরনিদ্রায় ঋষি কাপুর। ৬৭ বছর বয়সে প্রয়াত অভিনেতা। ক্যানসারের সঙ্গে দীর্ঘ যুদ্ধ শেষ। এক নজরে দেখে নিন অভিনেতা সম্পর্কে সমস্ত জরুরী তথ্য।
ঋষি কাপুরের জন্মস্থান
মুম্বই, মহারাষ্ট্র
ঋষি কাপুরের শিক্ষা
ক্যাম্পীয়ন স্কুল, মুম্বই ও মায়ো কলেজ, আজমের
ঋষি কাপুরের স্ত্রী
অভিনেতা নীতু কাপুর
ঋষি কাপুরের সন্তান
অভিনেতা রণবীর কাপুর, ফ্যাশন ও জুয়েলারি ডিজাইনার ঋদ্ধিমা কাপুর সাহান
প্রথম অনস্ক্রিন অ্যাপিয়ারেন্স তাঁর বাবা রাজ কাপুর পরিচালিত এবং নার্গিসের শ্রী ৪২০। কিন্তু হিরো হিসাবে তাঁর প্রথম সিনেমা ববি (১৯৭৩)।
ঋষি কাপুরের সিনেমা
মেরা নাম জোকার, ববি, লায়লা মজনু, প্রেম রোগ, নাগিনা, চাঁদনি, হাম কিসি সে কম নেহি, দুসরা আদমি, অমর আকবর অ্যান্টনি, কভি কভি, খেল খেল ম্যায়, রফু চক্কর, দো দুনি চার, কাপুর অ্যান্ড সন্স, ১০২ নট আউট এবং মুল্ক।
কোনও ছবির পরিচালনা করেছিলেন ঋষি কাপুর ?
হ্যাঁ। ১৯৯৯ সালে আ অব লট চলে, রাজেশ খান্না, অক্ষয় কুমার, ঐশ্বর্য রাই বচ্চন, সুমন রঘুনাথন ছিলেন ছবিতে।
ঋষি কাপুরের শেষ ছবি
জিতু জোসেফের দ্য বডি ছবিতে শেষ দেখা যায় তাঁকে। ইমরান হাসমি, সবিতা ধুলিপালা ও ভেদিকা ছিলেন ছবিতে।
ঋষি কাপুরের অ্যাওয়ার্ড
একটা জাতীয় পুরস্কার
চারটে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড
তিনটে জি সিনে অ্যাওয়ার্ড
দুটো স্ক্রিন অ্যাওয়ার্ড
কবে ক্যানসারের চিকিৎসার জন্য গিয়েছিলেন ঋষি কাপুর ?
সেপ্টেম্বর ২০১৮
কোথায় চিকিৎসার জন্য গিয়েছিলেন ঋষি কাপুর ?
নিউ ইয়র্ক
কবে প্রয়াত হলে ঋষি কাপুর?
৩০ এপ্রিল, ২০২০ মুম্বইয়ে