মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৮ উপলক্ষে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ।
২৫ মার্চ, রোববার বিশ্ববিদ্যালয়ের আয়েশা মিলনায়তনে কর্মসূচিগুলো পালিত হয়।
এইউবির রেজিস্ট্রার ড.মো: শাহ আলমের সভাপতিত্বে ও জনসংযোগ কর্মকর্তা মোঃ আতাউর রহমান এবং প্রভাষক মুক্তাশা দিনা চৌধুরীর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন-এইউবির উপাচার্য প্রফেসর ড.আবুল হাসান মুহাম্মদ সাদেক।
প্রধান আলোচক ছিলেন বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সিনিয়র আইনজীবী এডভোকেট মো:লায়েকুজ্জামান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন-আন্তজাতিক মানবাধিকার সার্ভিস কাউন্সিলের লিগ্যাল এডভাইজার ড.জামিরুল আকতার,এডভোকেট সাইফুর রহমান ।
আলোচনা রাখেন,এইউবির পরীক্ষা নিয়ন্ত্রক কে এম মনিরুল ইসলাম, ইসলামের ইতিহাস-সভ্যতা বিভাগের প্রধান ড.আমিরুল ইসলাম, সহযোগী অধ্যাপক মো: শামসুজ্জামান প্রমুখ।