এইচএফএএমএল একমি এমপ্লয়িজ মিউচুয়াল ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
কমিশনের ৬৫৮ তম সভায় এই অনুমোদন দেওয়া হয়।
জানা গেছে, এই মিউচ্যুয়াল ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২০ কোটি টাকা। ফান্ডটিতে উদ্যোক্তার অংশ ৫ কোটি টাকা। বাকি ১৫ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে; যা ইউনিট বিক্রয়ের মাধ্যমে উত্তোলন করা হবে।। পাবলিক অফারের (আইপিও) মাধ্যমে উত্তোলন করা হবে।
ফান্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য হবে ১০ টাকা। ফান্ডের উদ্যোক্তা দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেড এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড এবং সম্পদ ব্যবস্থাপক এইচএফ অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড।
এছাড়া ফান্ডটির ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এবং ব্রাক ব্যাংক লিমিটেড।
এদিকে, একই কমিশন সভায় কনভারশন গাইডলাইন অনুসরণ করে ‘ আইসিবি এএমসিএল সেকেন্ড এনআরবি মিউচুয়াল ফান্ড’ কে মেয়াদী থেকে বে-মেয়াদী ফান্ডে রুপান্তরের অনুমোদন প্রদান করেছে কমিশন।