মানিকগঞ্জের ঘিওরে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় মিতু আক্তার নামে এক ছাত্রী আত্মহত্যা করেছে।
শুক্রবার (২০ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার কুস্তা গ্রামে এ ঘটনা ঘটে।
মিতু আক্তার ওই গ্রামের মোকাদ্দেস হোসেন মুধর মেয়ে। সে ঘিওর সরকারী কলেজের মানবিক বিভাগের ছাত্রী ছিলো।
নিহতের চাচা সেলিম মাস্টার জানান, দুই-ভাই বোনের মধ্যে মিতুই সবার বড়। গতকাল প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে মিতু দুই বিষয়ে ফেল করে। কিন্তু তার বন্ধু-বান্ধব সবাই পাস করেছেন। এর পর থেকেই তার মন খারাপ ছিলো। সকালে ঘরে রাখা ইঁদুর মারার দুই প্যাকেট ওষুধ খেয়ে ফেলেন মিতু। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেলে তাকে দ্রুত ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়।
আরএম/