এইচএসসির ফল ২৩ বা ২৪ জুলাই

এইচএসসি বা সমমানের পরীক্ষা-২০১৭ এর ফল প্রকাশ হতে পারে আগামী ২৩ বা ২৪ জুলাই। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের জন্য ২৩ ও ২৪ জুলাই সম্ভাব্য তারিখ ধরে আমরা শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছি। সেখান থেকে তা প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠানো হয়েছে।

চূড়ান্ত তারিখ ঘোষণা হলে ওই দিন ফলাফলের অনুলিপি সর্বপ্রথম প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী। প্রধানমন্ত্রী ফল অবমুক্ত করার পরে সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী ফলাফল ঘোষণা করেন।

আজকের বাজার: আরআর/ ০৩ জুলাই ২০১৭