এইচএসসি’র ভূগোল দ্বিতীয় পত্রের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।অথাৎ আগামি সোমবার (২৩ এপ্রিল) ভূগোল দ্বিতীয় পত্রের পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ভুলবশত প্রশ্নপত্র প্রকাশ হয়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।পরবর্তীতে নতুন প্রশ্ন ছাপিয়ে এই পরীক্ষা পরে নেওয়া হবে বলে জানানো হয়েছে।
ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, রবিবার এইচএসসি’র ভূগোল প্রথম পত্রের পরীক্ষা ছিল। এদিন ময়মনসিংহের দুর্গাপুরের একটি কেন্দ্রে ভূগোল প্রথম পত্রের প্রশ্নপত্রের পরিবর্তে ভুলবশত দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র সরবরাহ করা হয়। পরে ভুলটি বুঝতে পেরে কিছুক্ষণের মধ্যেই ভূগোল প্রথম পত্রের প্রশ্নপত্র পরীক্ষার্থীদের হাতে দেওয়া হয়।
বিষয়টি অবহিত হওয়ার সঙ্গে সঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ সোহরাব হোসাইন ভূগোল দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিতের নির্দেশ দেন। একইসঙ্গে নতুন করে প্রশ্নপত্র ছাপিয়ে পরীক্ষাটি নেওয়ার জন্য শিক্ষা বোর্ডকে নির্দেশ দেওয়া হয়।
আজকের বাজার/আরজেড