চলতি ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্ট সংশোধন করা হয়েছে। আজ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের পরিচালক প্রফেসর মো. শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এর আগে এইচএসসি পরীক্ষার্থীদের ৯ আগষ্টের স্মারক অনুসারে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের তৃতীয় সপ্তাহে ১৫টি বিষয়ের অ্যাসাইনমেন্ট দেয়া হয়েছে। এই সব অ্যাসাইনমেন্ট গুলোর মধ্যে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্ট সংশোধন করা হয়েছে।
এতে উল্লেখ করা হয়েছে, অ্যাসাইমেন্ট নম্বর-২; বিষয়ের নাম হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, বিষয় কোড-২৫৪। এই বিষয়ে সংশোধন করা অ্যাসাইনমেন্ট এর অধ্যায় যুক্ত করা হয়েছে। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান