করোনা ভাইরাসের কারণে চলতি বছরের এইচএসসি বা সমমানের পরীক্ষা হচ্ছেনা। জেএসসি বা সমমানের এবং এসএসসি পরীক্ষার ফলাফলের গড় মূল্যায়নের ওপর ভিত্তি করে এর ফলাফল নির্ধারণ করা হবে।
আজ দুপুরে এইচএসসি বা সমমানের পরীক্ষা সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত জুম মিটিংয়ের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা বলেন।
এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহাবুব হোসেন,কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়ায়ুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, করোনা ভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। চলতি বছরের এইচএসসি বা সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন।