আগামীকাল থেকে শুরু হচ্ছে এইচ এস সি ও সমমানের পরিক্ষা ২০১৮, পরিক্ষা নকল ঠেকাতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
খাগড়াছড়ির মানিকছড়ি গিরি মৈত্রি ডিগ্রী কলেজ পরিক্ষা কেন্দ্রে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: আহসান উদ্দিন মুরাদ বলেন, আসন্ন এইচ এস সি পরিক্ষা শান্তিপূর্ণ ও সুস্ঠভাবে পরিচালনা ও নকলমুক্ত পরিবেশে অনুস্ঠানের লক্ষে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য এই আদেশ জারি করা হয়েছে।এমনাবস্থায়, মানিকছড়ি গিড়ি মৈএী ডিগ্রী কলেজ পরিক্ষা কেন্দ্রে ২০০ (দুইশত)গজ ব্যাসার্ধ এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেস,সভা, মিছিল,মাইকিং,লাঠিসোটা বহন করাসহ যে কোন আইন শৃংখলা পরিপন্থী ফোজদারী কার্যবিধির ১৪৪ ধারা মতে নিষেধ।
তিনি আরো বলেন, পরিক্ষা চলাকালিন সময়ে নকলমুক্ত রোধের জন্য মানিকছড়ি বাজারে পরিক্ষার এক ঘন্টা আগে ও পরিক্ষা শেষ হবার এক ঘন্টা পর পর্যন্ত ফটোকপি মেশিন বন্ধ রাখার আদেশ দেয়া হয়েছে।
আজকের বাজার/আরজেড