কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেওয়া এক রোহিঙ্গা নারীর এইচআইভি পজেটিভ শনাক্তের কথা জানিয়েছেন চিকিৎসকরা।
পঞ্চাশোর্ধ্ব ওই নারী কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে ১৬ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় জানিয়েছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শাহীন মো. আব্দুর রহমান চৌধুরী।
তিনি বলেন, মায়ানমার থেকে পালিয়ে আসা ওই নারী অসুস্থ হয়ে শুক্রবার কুতুপালং শরণার্থী ক্যাম্প সংলগ্ন একটি সংস্থার হাসপাতালে ভর্তি হন। পরে তার অবস্থা আশংকাজনক হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে কক্সবাজার শহরের ‘ফুয়াদ আল-খতিব হাসপাতালে’ ভর্তি করে।
“সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ওই নারীর ‘এইচআইভি পজেটিভ’ ভাইরাস পাওয়া গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসেন।”
এ চিকিৎসক বলেন, রোহিঙ্গা নারীকে হাসপাতালে আনার পর আবারও তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এতেও তার এইচআইভি পজেটিভ ভাইরাস ধরা পড়ে।
তাকে হাসপাতালের ‘আশার আলো’ ইউনিটে (এইচআইভি পজেটিভ রোগী সেবা কেন্দ্র ) চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
আজকের বাজার : এলকে/এলকে ১৬ সেপ্টেম্বর ২০১৭