‘এই ঘটনা আমার উপর অনেক প্রভাব ফেলেছে’

সোমবার ঢাকায় শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও স্বাগতিক বাংলাদেশকে নিয়ে আয়োজিত এই সিরিজের প্রথম ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। শনিবার দলের অনুশীলনে এসে সাংবাদিকদের মুখোমুখি হলেন সাব্বির। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ঘটনাগুলোর পর এই প্রথম মিডিয়ার সামনে সাব্বির। তাই সাংবাদিকদের প্রশ্নে ত্রিদেশীয় সিরিজের সঙ্গে তাকে নিয়ে ঘটে যাওয়া নেবিচাবক বিষয়গুলোও এলো। এ সময় সাব্বির সরাসরি বললেন, ‘মানুষ হিসেবে আমার উপর এই ঘটনা অনেক প্রভাব ফেলেছে। ’

তবে পরক্ষণেই আবার পেশাদারিত্বের কথা বললেন সাব্বির, ‘যদি প্রফেশনাল খেলোয়াড় হিসেবে চিন্তা করি, তাহলে পাস্ট ইজ পাস্ট! যা হওয়ার হয়ে গেছে, এটার প্রভাব যাতে খেলায় না পড়ে, সেটা নিয়ে চিন্তা করছি। চিন্তা করছি ন্যাশনাল টিমকে আমার জায়গা থেকে সেরাটা দিতে। কারণ আমি বাংলাদেশের পতাকা বহন করছি। চেষ্টা করছি ভালো কিছু করার জন্য। ‘এমনকি ওই ঘটনাগুলো তার মধ্যে কোন পরিবর্তন আনেনি বলেও জানালেন তিনি। এক প্রশ্নের উত্তরে তার সংক্ষিপ্ত উত্তর, ‘এ রকম কোনো পরিবর্তন আসে নাই!’

তিন তিনটি ডিমেরিট পয়েন্ট মাথায় নিয়ে ঘুরছেন। এটিও বিচলিত করছে না সাব্বিরকে, ‘মাথায় নেতিবাচক কিছু ঘটতেছে না। ডিমেরিট পয়েন্ট নিয়ে ভাবনা নাই। এক পয়েন্ট বা ১০ পয়েন্ট, সমস্যা নাই। চেষ্টা করছি এই সিরিজটা ভালো খেলার জন্য।

আজকের বাজার: সালি / ১৪ জানুয়ারি ২০১৮