ব্রিটেনে এই প্রথম বৃহস্পতিবার ২৪ ঘন্টায় করোনাভাইরাসে ১১৫ জনের মৃত্যু হয়েছে। সরকারি ওয়েব সাইটে বলা হয়, এ নিয়ে যুক্তরাজ্যে ২০২০ সালের ২৫ মার্চ বিকেল ৫টা পর্যন্ত করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৫৭৮ জনে দাঁড়ায়। বুধবার এ সংখ্যা ছিল ৪৬৩।
ব্রিটেনে এ পর্যন্ত মোট ১১ হাজার ৬৫৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটিতে একদিনেই ২ হাজারেরও বেশি লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ভাইরাসটি লন্ডনে ব্যপকভাবে ছড়িয়ে পড়ায় রাষ্ট্র পরিচালিত জাতীয় স্বাস্থ্য সংস্থা (এনএইচএস) বৃহস্পতিবার সতর্ক করে দিয়ে জানিয়েছে, রাজধানীর হাসপাতালগুলো কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত রোগীতে ভরে গেছে।
এনএইচএস’র প্রধান নির্বাহী ক্রিস হফসন বিবিসি রেডিওকে বলেন, রাজধানীর হাসপাতালগুলো মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়া রোগীতে ভরে গেছে। এক্ষেত্রে হাসপাতালগুলোতে যেভাবে স্রোতের মতো রোগীরা আসছে সে তুলনায় হাসপাতালগুলোতে শয্যার সংখ্যা এরকবারেই কম। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান