এই প্রথম সেরা তারকা ছাড়াই হচ্ছে বিপিএল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর নিয়ে ইতোমধ্যেই শুরু হয়ে গেছে উন্মাদনা। রবিবার (১৭ নভেম্বর) অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটির প্লেয়ার ড্রাফট। প্রথমবার প্লেয়ার ড্রাফটের তালিকায় নেই বিপিএলের সেরা খেলোয়াড় সাকিব আল হাসানের নাম।

২০১২ সাল থেকে শুরু হয়েছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট বিপিএল। এখন পর্যন্ত এ টুর্নামেন্টের ৬টি আসর অনুষ্ঠিত হয়েছে। অলরাউন্ড পারফরম্যান্সে এ ছয় আসরে বিপিএলের সবচেয়ে সফল ক্রিকেটার সাকিব। এখন পর্যন্ত ৭৬টি ম্যাচ খেলেছেন তিনি। রান সংগ্রহ করেছে ১৪৮৩, যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ রান। অন্যদিকে ৭৬ ম্যাচে টুর্নামেন্টের সর্বোচ্চ ১০৬ উইকেট শিকার করেছেন তিনি। এছাড়া সাকিব সর্বোচ্চ দুইবার টুর্নামেন্ট সেরাও হয়েছেন।

তবে বিপিএলের এবারের বিশেষ আসর থেকে বাদ পড়েছেন সাকিব। আইসিসির নিষেধাজ্ঞার কারণেই টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে তার নাম। ফলে সেরা তারকাকে ছাড়াই অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বঙ্গবন্ধু বিপিএল’ নামের এ আসরটি।

আজকের বাজার/আরিফ