এই প্রথম স্বল্প দৈর্ঘ্য শর্টফিল্মে আকাশ সেন-কনা

কলকাতার আকাশ সেন এবং বাংলাদেশের কনা জুটিবদ্ধ হয়ে বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছেন। এবার এই প্রথমবারের মতো শর্টফিল্মের জন্য গান গাইলেন তারা।

আকাশ সেন বলেন, ‘কাজটি করতে পেরে খুব ভালো লাগছে। সবাই চেষ্টা করেছেন ভালো একটি গান তৈরি করার জন্য। আশাকরি শ্রোতারাও পছন্দ করবেন। আসছে ঈদে শর্টফিল্মটি প্রচার করা হবে।’

এ প্রসঙ্গে কনা বলেন, ‘আমার শর্টফিল্মের গল্পের সঙ্গে যায় এমন একটি গানের জন্য ভাবছিলাম। তাদের করা অনেকগুলো গান শ্রোতারা গ্রহণ করেছে। এই কাজটিও দুর্দান্ত। আশাকরি সবাই পছন্দ করবেন।’

ইভান মনোয়ারের পরিচালনায় ‘হেলেন অব ট্রয় ২’ শিরোনামের শর্টফিল্মের ‘ভালোবাসা দাও’ শিরোনামের গানটি গেয়েছেন তারা। কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন।

এই স্বল্প দৈর্ঘ্য শর্টফিল্মে অভিনয় করেছেন রাহা তানহা খান, সাঞ্জু জনসহ প্রমুখ। মাইন্ড দ্য গ্যাপের প্রোডাকশনে প্রযোজনা করছেন রেইন ফিল্মস।

আজকের বাজার/আরআইএস