এই প্রথম!

দীর্ঘ বিরতির পর আবারো একসঙ্গে কাজ করতে যাচ্ছেন নোবেল ও পূর্ণিমা। ইতোমধ্যে এই জুটি পারফর্ম করেছেন বিভিন্ন স্টেজ শোতে। তবে এবারই প্রথম তারা একসঙ্গে কাজ করলেন বিজ্ঞাপনে।

জানা গেছে, গতকাল শুক্রবার রাজধানীর উত্তরায় অবস্থিত জমজম টাওয়ার শপিং কমপ্লেক্সের বিজ্ঞাপনটির দৃশ্যায়ন হয়েছে।এটি নির্মাণ করেছেন রানা মাসুদ।

এ প্রসঙ্গে জানতে চাইলে নোবেল বলেন, পূর্ণিমা খুব সিরিয়াস একজন শিল্পী। তার কাজে আমি মুগ্ধ। নতুন বছরে এটাই আমার প্রথম বিজ্ঞাপন। রানার নির্দেশনায় এর আগেও কাজ করেছি। বেশ যত্ন নিয়ে কাজ করেন।

পূর্ণিমা বলেন, এর আগে নোবেল ভাইয়ের সঙ্গে নাটকে অভিনয় করেছি। দেশের বাইরে এবং দেশের মধ্যেও স্টেজ শোতে অংশ নিয়েছি। কিন্তু এবারই প্রথম তার সঙ্গে বিজ্ঞাপনে জুটি হয়ে কাজ করেছি। তার সঙ্গে যতগুলো কাজ করার প্রস্তাব এসেছে, বেশ উৎসাহ নিয়েই কাজগুলো করেছি। সব মিলিয়ে কাজটি নিয়ে আমি আশাবাদী।

অন্যদিকে নির্মাতা জানান, বিজ্ঞাপনটির কাজ সম্পন্ন করার জন্য আন্তর্জাতিক মানের টেকনিক্যাল টিম আনা হয়েছে। শিগিগিরই এটি প্রচারে আসার কথা রয়েছে।

এস/