আগামী ২০১৮-২০১৯ অর্থবছরের বাজেট প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, ‘আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই বাজেট হল শোষণের বাজেট। এই বাজেট জনগণকে শোষণ করছে। এ বাজেট ভুয়া বাজেট। এই ভুয়া বাজেট দিয়ে বাংলাদেশের কোনো কল্যাণ হবে না।’
বৃহস্পতিবার(৭ জুন) জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটির সদস্যদের সঙ্গে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
তিনি বলেন, ‘আমি বাজেট নিয়ে এখানে কিছু বলতে চাই না। বাজেটের ওপরে আমরা চুলচেরা বিশ্লেষণ করবো। আমি শুধু বলতে চাই, আজকে যে সরকার বাজেট দিচ্ছে, সেই সরকারের বাজেট দেয়ার কোনো এখতিয়ার নেই।’
তিনি আরও বলেন, ‘বাজেট দেয়ার নামে তারা জনগণের টাকা লুটপাট করছে। ১০০ টাকার যে প্রজেক্ট সেটাকে তারা ১০০০ টাকার মেগা প্রজেক্ট বানিয়ে সেখান থেকে তারা লুটপাট করছে। বাজেটের আকার দিয়ে কিছু বোঝা যায় না।’
পদ্মা সেতুর প্রথম মেগা প্রজেক্ট নেয়া হয়েছিল সাড়ে ৮ হাজার কোটি টাকায় সেটা এখন ৩৫ হাজার কোটি টাকায় চলে এসেছে। এছাড়া এ বাজেট শেষ হতে হতে পদ্মা সেতুর প্রজেক্ট ৫০ হাজার কোটি টাকা হলেও আমরা অবাক হব না।’
তিনি বলেন, ‘আপনারা বলেছেন, আমাদের সময় বাজেট ছিল ৬০ হাজার কোটি টাকা। সেটা আজকে ৪ লাখ ৬০ হাজার কোটি টাকা হয়েছে। কিন্তু এই ৪ লাখ হাজার কোটি টাকা কার পকেটে যায়? জনগণ এই প্রশ্ন করতে পারে না। আগামী নির্বাচনে আমরা জিতলে বাজেটে আমরা সেই প্রশ্ন তুলবো।’
আরজেড/