ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর স্মৃতি মধুর হল না পাকিস্তানের। শ্রীলঙ্কার দ্বিতীয় সারির দলের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতলেও তিন ম্যাচের টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ হতে হল পাক ক্রিকেট দলকে।
লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে সিরিজের শেষ টি-২০ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময় ১৪৭ রান তোলে তারা। দুরন্ত হাফ-সেঞ্চুরি করেন ওশাদা ফার্নান্ডো।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ২০ ওভারে ৬ উইকেটের বিনিময় ১৩৪ রানের বেশি তুলতে পারেনি। হ্যারিস সোহেল হাফ-সেঞ্চুরি করলেও বাকিরা কেউই তাঁকে যথাযথ সঙ্গ দিতে পারেননি। ওয়ানিন্দু হাসারাঙ্গার আঁটোসাটো বোলিংয়ে বিশেষ সুবিধা করতে পারেননি পাক ব্যাটসম্যানরা। শ্রীলঙ্কা ১৩ রানের ব্যবধানে তৃতীয় টি-২০ ম্যাচে জয় তুলে নেয় এবং ৩-০ ব্যবধানে সিরিজের দখল নেয়।
শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৭৮ রান করে অপরাজিত থাকেন ফার্নান্ডো। মোহাম্মদ আমির ২৭ রানে ৩ উইকেট নেন। ১টি করে উইকেট নেন ইমদ ওয়াসিম ও ওয়াহাব রিয়াজ।
আজকের বাজার/লুৎফর রহমান