এই শীতে শান্তি সম্মেলন আয়োজনের পরিকল্পনা ইউক্রেনের

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বলেছেন, কিয়েভ আগামী ফেব্রুয়ারি মাসের শেষের দিকে দেশটির জন্য শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করতে একটি শীর্ষ সম্মেলন আয়োজন করার পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে। সোমবার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স-ইউক্রেন এ কথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
কুলেবা বলেন, ‘জাতিসংঘ এই শীর্ষ সম্মেলন আয়োজনের সর্বোত্তম প্ল্যাটফর্ম হতে পারে।’ তিনি বলেন, এক্ষেত্রে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস শান্তি আলোচনার জন্য সম্ভাব্য মধ্যস্থতাকারী হতে পারেন।
কুলেবা বলেন, তিনি বিশ্বাস করেন যে রাশিয়া শান্তি আলোচনার জন্য প্রস্তুত নয়। তবে, তিনি উল্লেখ করেন, ‘প্রতিটি যুদ্ধ রণাঙ্গনে এবং আলোচনার টেবিলে নেওয়া পদক্ষেপের ফলে শেষ হয়।’
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরের বিষয়ে মন্তব্য করতে গিয়ে কুলেবা বলেন, তিনি এই সফরের ফলাফল নিয়ে ‘পুরোপুরি সন্তুষ্ট’।
জেলেনস্কি গত মাসে ইন্দোনেশিয়ায় জি২০ সম্মেলনে রাশিয়া-ইউক্রেন সংঘাত অবসানে একটি শান্তি পরিকল্পনা পেশ করেন।