‘এই সাজা শেখ হাসিনার ইচ্ছাপূরণের সাজা’

খালেদা জিয়াকে সাজা দিয়ে শেখ হাসিনা অনেক দিনের আকাঙ্খা পূরণ করেছেঠ মন্তব্য করে  বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন,  ‘এই সাজা শেখ হাসিনার ইচ্ছাপূরণের সাজা।

আজ রোববার সকালে খালেদা জিয়ার সাজা বৃদ্ধির জন্য হাইকোর্টে দুদকের আবেদনের পর দুপুরে নয়াপল্টনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন।

রিজভী বলেন, জনতার আদালতে খালেদা জিয়া নির্দোষ। যেদিন সাজা দেওয়া হয়েছে সেদিন শেখ হাসিনা যে উল্লাস প্রকাশ করেছিলেন, তাতেই মনে হয়েছে, এটা তার অনেক দিনের আকাঙ্ক্ষা। একটা প্রহসনের বিচারপ্রক্রিয়ার মাধ্যমে সাজা দিয়ে খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে। আর দুদক তো সুধা সদনের নানাবিধ এক্সটেনশন। সুতরাং শেখ হাসিনা যা চাইবেন, তা-ই হবে। ’

রিজভী আরও বলেন, ‘শেখ হাসিনার দুঃশাসনের প্রকোপ এখন বিপজ্জনক রূপে আত্মপ্রকাশ করেছে। বিএনপিসহ বিরোধী শক্তি এবং বিশিষ্ট নাগরিক সমাজ শেখ হাসিনার চরম রাজনৈতিক আক্রমণের শিকার। অন্তহীন ক্ষমতালিপ্সার কারণে জনগণের বদলে বন্দুককেই নিরাপদ মনে করছে এই সরকার। তাই বিরোধী আন্দোলনকে দমাতে দলীয় ক্যাডারদের দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী সাজানো হয়েছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর নাসির, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, আবদুল আউয়াল, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।

এমআর/