পুজিঁবাজারে তালিকাভুক্ত হওয়ার অভিপ্রায়ে সম্প্রতি “AAA Finance & Investment Limited” এবং Thakral Information Systems (Pvt.) Limited এর মধ্যে একটি ম্যানেজার টু দি ইস্যু নিয়োগের চুক্তি স্বাক্ষরিত হয়।
উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইস্যু ম্যানেজারের পক্ষ থেকে জনাব খাজা আরিফ আহমেদ, চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা, জনাব মোহাম্মদ ওবায়দুর রহমান এফসিএস, ম্যানেজিং ডাইরেক্টর এন্ড সিইও, জনাব আব্দুস সালাম খান ডাইরেক্টর এবং কোম্পানীর পক্ষ থেকে জনাব বাসব বাগচি, সিইও,জনাব অনিন্দ সেনগুপ্ত সিএফও এবং প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।