ভিত্তিহীন সংবাদ, ছবি কিংবা ভিডিও যাচাই বাছাই করতে ফ্রান্সের প্রেস এএফপির সঙ্গে চুক্তি করেছে ফেইসবুক।
সহজ পদ্ধতিতে ভুয়া খবর শনাক্ত করতেই তারা এ চুক্তি করেছে। তবে কিভাবে তারা এএফপির সঙ্গে একত্রে ভুয়া ছবি ও ভিডিও শনাক্ত করার কাজটি করবে সে সম্পর্কে কিছু জানায়নি। এটি ছবি বা ভিডিও কতোখানি এডিট করা হলে তা ভুয়া কনটেন্ট হিসেবে ধরা হবে সে সম্পর্কেও কোনো ধারণা দেয়নি ফেইসবুক।
নির্বাচনের সময় ভুয়া ও বিভ্রান্তিকর খবর ঠেকাতে তারা নতুন একটি ইনভেস্টিগেটিভ টুল তৈরি করেছে। এছাড়াও, রাজনৈতিক বিজ্ঞাপন শনাক্ত করতে তারা পাবলিক আর্কাইভ তৈরির কাজ করছে।
ফেইসবুকের এই নতুন যাচাই বাছাই প্রক্রিয়ার সুফল পাবে শুধু ফ্রান্সের ব্যবহারকারীরা। ধীরে ধীরে এই সেবা অন্যান্য দেশে চালু করবে ফেইসবুক।
২০১৬ সালে মার্কিন নির্বাচনের পর থেকেই অভিযোগ উঠেছে, ব্যবহারকারীদের শেয়ার করা বিভ্রান্তি মূলক খবরের শেয়ার ঠেকাতে তারা সোচ্চার নয়।
এমআর/