আজকের বাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি এএফসি এগ্রো বায়োটেক লিমিটেডের পরিচালনা বোর্ড সভা আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। ওই দিন বিকেল ৪টায় এ সভা অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সভায় কোম্পানির ৩১ মার্চ, ২০১৭ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের অডিটবিহীন আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
উল্লেখ্য, এএফসি এগ্রো বায়োটেক লিমিটেডের শেয়ার বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে রয়েছে। কোম্পানিটি ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
আজকের বাজার: এলকে/এলকে/২৪এপ্রিল,২০১৭