ঢাকার শাহ আলী থানার এএসআই হুমায়ুন কবির হত্যা মামলায় তার স্ত্রী রহিমা সুলতানা রুমিসহ দুই আসামির মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার ৩০ মে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরদার রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় মামলার প্রধান আসামি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের জ্যেষ্ঠ সেবিকা রহিমাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় বলে রাষ্ট্রপক্ষের কৌসুঁলি মাহফুজুর রহমান লিখন জানিয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি মো. রাফা এ মিষ্টি ও তার স্ত্রী যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মোসাম্মত রিয়া পলাতক রয়েছেন।
মামলার বিবরণে বলা হয়, পারিবারিক কলহের জের ধরে ২০১৩ সালের ১৪ ডিসেম্বর মধ্যরাতে মিরপুরের পূর্ব মনিপুরের কাঁঠালতলার বাসায় এএসআই হুমায়ুনকে বিষপ্রয়োগও শ্বাসরোধ করে হত্যা করেন তার স্ত্রী রহিমা।
ওই ঘটনায় নিহতের ভাই আলমগীর হোসেন বাদী হয়ে রহিমা সুলতানাসহ তিন জনের বিরুদ্ধে মিরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
ময়মনসিংহের ফুলবাড়িয়ার ভবানীপুরের স্থায়ী বাসিন্দা হুমায়ুনের সঙ্গে ২০০৮ সালে ভালুকার বাসিন্দা রহিমার বিয়ে হয়। দেড় বছরের সন্তান নিয়ে কাঁঠালতলার ওই বাসায় থাকতেন হুমায়ুন। ওই দম্পতির মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কলহ ছিল।
ঘটনার রাতে তাদের বাসায় বেড়াতে আসেন পূর্ব পরিচিত বরিশালের বাসিন্দা রাফা ও রিয়া। ওই দুজনের সহযোগিতা নিয়ে প্রথমে ইনজেকশনের মাধ্যমে হুমায়ুনের শরীরে চেতনানাশক ওষুধ দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে অভিযোগ ছিল।
আজকের বাজার: আরআর/ ৩০ মে ২০১৭