একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

গাজীপুরে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ জুলাই) সকালে নগরীর হায়দরাবাদ এলাকার নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকালে হায়দরাবাদ এলাকার কামাল হোসেনের ঘরের মেঝেতে স্ত্রী নাজমা বেগম ও মেয়ে মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্রী সানজিদার গলাকাটা লাশ দেখতে পান তার ভাইয়ের স্ত্রী মাহমুদা বেগম। এ সময় সে চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসেন।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে নাজমা বেগম, মেয়ে সানজিদা এবং ঝুলন্ত অবস্থায় কামাল হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ। স্ত্রী ও সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

আজকের বাজার/আরআইএস