বরিশালের বানাড়ীপাড়া উপজেলার সলিয়াবাকপুর থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৭ ডিসেম্বর) সকালে বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর হাওলাদার বাড়ি এলাকার আব্দুর রবের বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- সলিয়াবাকপুর ইউনিয়নের কুয়েত প্রবাসী হাফেজ আব্দুর রবের মা মরিয়ম বেগম (৭০), ভগ্নিপতি শফিকুল আলম (৬০) ও খালাতো ভাই ইউসুফ (৩২)
স্বজনরা জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে খাবার খেয়ে ঘরের ভেতরে থাকা সাত সদস্য ঘুমাতে যান। এরপর শনিবার ভোরে ঘরের সামনের রুমের বারান্দা থেকে মরিয়ম বেগম, অন্য একটি কক্ষ থেকে শফিকুল আলম এবং ঘরের সাথের পুকুরের ঘাট থেকে ইউসুফের মরদেহ উদ্ধার করা হয়।
বানারীপাড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জাফর আহম্মেদ জানান, কুয়েতের একটি মসজিদের ইমাম হাফেজ আবদুর রবের বৃদ্ধা মা মরিয়মসহ ওই তিনজন রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে দুর্বৃত্তরা প্রবাসীর একতলা বাড়িতে ঢুকে তাদের হত্যা করে মরদেহ ফেলে রেখে যায়। ঘরের বেলকনি থেকে বৃদ্ধা মায়ের মরদেহ এবং একটি কক্ষ থেকে আবদুর রবের ভগ্নিপতির মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া রবের খালাতো ভাইয়ের মরদেহ হাত-পা বাঁধা অবস্থায় বাড়ির পেছনের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।
আজকের বাজার/লুৎফর রহমান