ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ইন্দোরের হলকার ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করছে বাংলাদেশ।
বাংলাদেশ স্কোর: ১৪২/৮ (৫৬ ওভার)
টানা তিন বলে ফিরেছেন মুশফিক-মিরাজ, লিটন :
দলীয় ১৪০ রানে ষষ্ট-সপ্তম এবং অষ্টম উইকেটের পতন ঘটে বাংলাদেশের। মানে- মুশফিক-মিরাজ ও লিটনের উইকেট পতন। তৃতীয় সেশনের প্রথম ওভারেই উইকেটের পতন ঘটে বাংলাদেশের; ইশান্ত শর্মা সুইং করে আসা বল ব্যাটের কানায় লেগে বল চলে যায় অধিনায়ক বিরাট কোহলির হাতে। খুব সহজেই বলটি তালুবন্দি বলেন ভারতীয় কাপ্তান।
বাংলাদেশের স্কোর ১৫০ এর বেশি যায় কিনা তাই এখন শঙ্কা! অথচ একটা সময় মনে হচ্ছিলো বড় স্কোরের পথে হাঁটছে বাংলাদেশ- কিন্তু হুট করে ব্যাটিংয়ে ধস নামায় বিপর্যয়ে আছে সফরকারীরা।
এই রিপোর্ট লেখা অবধি টাইগারদের সংগ্রহ ৫৬ ওভারে ৮ উইকেটে ১৪২ রান। উইকেটে আছেন তাইজুল (০) এবং রাহী (২)।