কলকাতার জনপ্রিয় সঙ্গীতশিল্পী নচিকেতা’র সঙ্গে একই মঞ্চে গান গাইবেন দেশের জনপ্রিয় অভিনেত্রী ও কন্ঠশিল্পী মেহের আফরোজ শাওন।
শনিবার ৫ মে সন্ধ্যায় কলকাতার রবীন্দ্র সদনে অনুষ্ঠানটি হবে
মেহের আফরোজ শাওন এ বিষয়টি নিয়ে অনেক রোমাঞ্চিত। নিজের ফেসবুক ওয়ালে সেই অনুভূতিটাও প্রকাশও করেছেন তিনি। নচিকেতার একটি গান উল্লেখ করে শাওন লিখেছেন, ক্লাস সেভেনে যখন পড়ি তখন এই গান শুনলাম… স্কুল পড়ুয়া সেই আমার বুক ঢিবঢিবিয়ে ওঠে… ‘আহা… আমার জন্য কি কারো মন এমন করবে কখনো..?’
গাইয়ে’র নাম নচিকেতা। তিনি নিজেই লিখেছেন এই গান, নিজেরই সুর… উফফফ কি রোমাঞ্চকর তার গানের সব কথা..! এরপর একে একে তার সব গান মুখস্থ হয়ে গেল…
হুমায়ূন আহমেদ স্মরণে ‘দুই বাংলার গান’ শিরোনামে অনুষ্ঠানটির আয়োজন করেছেন সুরমঞ্জরী। অনুষ্ঠানটি হবে কলকাতার রবীন্দ্র সদনে।
অনুষ্ঠানে শাওন গাইবেন আয়োজনের থিম সং হুমায়ূন আহমেদের লেখা ‘যদি মন কাঁদে’। পাশাপাশি আরও গাইবেন ‘যে থাকে আঁখিপল্লবে’, ‘মরিলে কান্দিস না’, ‘আমার আছে জল’, ‘একটা ছিল সোনার কন্যা’সহ হুমায়ূন এর পছন্দের কিছু লোকসঙ্গীত। নচিকেতার সাথে ডুয়েটও গাইবেন তিনি।
আজকের বাজার/আর আই এস