একই সঙ্গে দুই নারীকে বিয়ে করছেন রোনালদিনহো

তারকারদের একাধিক বিয়ে সাধারণ ব্যাপার হলেও একই পিড়িতে দুইজনকে বিয়ে করার ঘটনা সচরাচর দেখা যায়না। ব্রাজিলিয়ান তারকা ফুটবলার রোনালদিনহো এবার তাই দেখাতে যাচ্ছেন। প্রিসিলিয়া কোয়েলহো এবং বেটরিস সউজা নামের দুই বান্ধবীকে এই সাথে বিয়ে করতে যাচ্চেন তিনি।

আগামী আগস্ট মাসেই বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন ৩৮ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফুটবলার। গেল বছরের জানুয়ারিতে সউজা ও কোয়েলহোর হাত ধরে বিয়ের প্রস্তাব দেন রোনালদিনহো। একইসঙ্গে এনগেজমেন্ট রিংও পরান তিনি।

এদিকে দুই নারীকে একি সাথে বিয়ে করা নিয়ে রোনালদিনহোর ওপর চটেছেন তার বোন ডেইসি। এরই মধ্যে জানিয়ে দিয়েছেন, ভাইয়ের বিয়েতে আসবেন না তিনি।

রাসেল/