দু’জনেই তরুণ অভিনেতা। দু’জনেই ছোটপর্দা থেকে উঠে এসে নিজের জায়গা তৈরি করে নিয়েছিলেন বড়পর্দায়। দু’জনেই আচমকা পৃথিবী ছেড়ে চলে গেলেন। প্রথম জন সুশান্ত সিং রাজপুত এবং দ্বিতীয় জন সিদ্ধার্থ শুক্ল।
দুই অভিনেতার এই সাদৃশ্যগুলি চমকে দিচ্ছে অনুরাগীদের। ফলে সিদ্ধার্থের মৃত্যুর দিন শিরোনামে সুশান্ত সিং রাজপুত। শুধু সুশান্ত নয়, নেটমাধ্যমে সব চেয়ে চর্চিত বিষয় মুম্বাইয়ের কুপার হাসপাতাল। বৃহস্পতিবার সকালে সিদ্ধার্থকে কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই অভিনেতাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। সিদ্ধান্ত নেওয়া হয়, ময়নাতদন্ত হবে সেখানেই। সিদ্ধার্থের পরিবার জানিয়ে দিয়েছে, তার মৃত্যু কোনো অস্বাভাবিক কারণে হয়নি।
কিন্তু নেটাগরিকদের একাংশ ইতোমধ্যেই তরুণ অভিনেতার আকস্মিক মৃত্যুকে ‘খুন’ বলে চিহ্নিত করছেন। তারা মনে করছেন, সিদ্ধার্থের মৃত্যুর ‘আসল কারণ’ আড়াল করছে হাসপাতাল কর্তৃপক্ষ। গত বছর সুশান্তের মৃত্যুর পরেও তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছিল কুপার হাসপাতালে। সেখানে হাসপাতালের মর্গে সুশান্তের মৃতদেহের পাশে দেখা গিয়েছিল তার প্রেমিকা রিয়া চক্রবর্তীকে। সেই দৃশ্যের ছবি ছড়িয়ে পড়তেই আঙুল ওঠে হাসপাতাল কর্তৃপক্ষের দিকে।
রাজ্য মানবাধিকার কমিশন হাসপাতালের ডিন এবং মুম্বাই পুলিশকে শোকজ নোটিস পর্যন্ত পাঠায়। অনেকেই মনে করেছিলেন, কুপার হাসপাতালের চিকিৎসক এবং কর্মীরাই সুশান্তের ময়নাতদন্তে কারসাজি করে তার মৃত্যুর প্রকৃত কারণ আড়াল করেছেন। কয়েক জন দাবি করেছিলেন, অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে যাওয়ার সময় জীবিত ছিলেন সুশান্ত। ওই হাসপাতালে পৌছনোর পরেই নাকি মৃত্যু হয় তার। তথ্য-ডেইলি বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান