একজন ক্রিকেটারের চেয়ে দেশ অনেক বড়

বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশের কোচের পদ থেকে পদত্যাগ করার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে শনিবার বিদায়ী সাক্ষাৎ করেন। সকালে ঢাকায় পা রেখে শনিবার সন্ধ্যায় বিসিবি প্রধানের সাথে ঘন্টা দুয়েকের সৌজন্য সাক্ষাতে বাংলাদেশের কোচের পদ থেকে সরে যাওয়ার কারণ ব্যাখ্যার পাশাপাশি টাইগারদের প্রতি কিছু উপদেশও দেন তিনি।

সরাসরি নিজে গণমাধ্যমের সাথে কথা না বললেও হাথুরুর সাথে দীর্ঘ ঘন্টা দু’য়েকের সৌজন্য সাক্ষাতের পর সাবেক কোচের সাথে আলোচনা প্রসঙ্গে সাংবাদিকদের সাথে কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
কি কারণে হাথুরুসিংহেকে সরে দাঁড়ানোর পথ বেছে নিতে হয়েছে তা খোলাসা করে এসময় না জানালেও ব্যক্ত করেছেন বেশ কিছু ক্ষুদ্র-ক্ষুদ্র ইস্যু। পদত্যাগের কারণের ব্যাখ্যা শীঘ্রই হাথুরুসিংহে লিখিত আকারে বিসিবিকে দিবেন বলে জানান তিনি। পদত্যাগ করলেও শিষ্যদের ব্যাপারে আক্ষেপ নেই হাথুরুর। বিদায় বেলাতেও টাইগারদের প্রশংসার সাগরে ভাসিয়েছেন সাবেক এই কোচ বলে জানিয়েছেন পাপন।
বিসিবি প্রধানের কাছে শিষ্যদের উদ্দেশ্য করে কিছু পরামর্শও দিয়ে গেছেন সাবেক লঙ্কান এই ক্রিকেটার। বিদায় বেলাতে হাথুরু বিসিবিকে জানিয়ে গেছেন ‘একজন ক্রিকেটারের চেয়ে দেশ অনেক বড়’। তাই ক্রিকেটের উন্নয়নে সবদিকে বিসিবিকে নজর দিতে।
পদত্যাগের পেছনে দল নিয়ে তার কোন হতাশা ছিল না বলে বিসিবি প্রধান জানান, ‘দল নিয়ে তার হতাশা নেই। তিনি বরং দলের অনেক প্রশংসা করেছেন। দলকে এগিয়ে নিতে কী কী বাধা আসতে পারে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন আমাদের সঙ্গে। আসলে এমন সমস্যা সব জায়গায় থাকে। খেলোয়াড়ের সঙ্গে কোচের দ্বিমত থাকতে পারে, রাগ থাকতে পারে। এটা বড় কিছু নয়। তবে তিনি একটা কথা বলেছেন, যত বড় ক্রিকেটারই হোক না কেন, তার চেয়ে দেশ বড়। ব্যক্তিগত সমস্যা থাকতেই পারে, কিন্তু সেজন্য দেশের ক্ষতি করা যাবে না। এই বার্তা যেন প্রত্যেক ক্রিকেটারের কাছে পৌঁছানো হয়, সে কথাও বলেছেন।’

আজকের বাজার: সালি / ১০ ডিসেম্বর ২০১৭